মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন এবং জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার লক্ষ্যে রৌমারী উপজেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আতিকুর রহমান সুমনকে আহ্বায়ক এবং মো. আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক মো. আহসান হাবিব সজিব এবং সদস্য সচিব নুরুজ্জামান বাহাদুর।
নবনির্বাচিত আহ্বায়ক আতিকুর রহমান সুমন বলেন, “সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রৌমারীর জাতীয়তাবাদী চেতনাকে আরও জাগ্রত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করে স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন গতিধারা আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
সদস্য সচিব মো. আলমগীর হোসেন বলেন, “জাসাসের আদর্শকে এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা নতুন উদ্যোগ গ্রহণ করব। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করতে আমরা সকলে মিলে কাজ করব।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। কুড়িগ্রাম জেলা জাসাসের নেতৃবৃন্দও নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেছেন, এই কমিটি রৌমারীর সাংস্কৃতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
Leave a Reply