কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের আটটি জেলার মধ্য মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকার ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মোয়াজ্জেম হোসাইন, সভাপতিত্ব করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা দলকে হারিয়ে রংপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
Leave a Reply