কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সেবা মূলক প্রতিষ্ঠান “বন্ধু সংগঠনের” উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই এলাকার ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক সুবিধা ভোগীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় । শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা রহিম মিয়া বলেন, যা আয় করি তা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এবার শীত পাড় করতে হবে।
ঘোগাদহ গ্ৰামের শাহেরা বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি যাতে আরও দিতে পারে।
সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুরু করি। শুরু থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি।এরই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এ ধারা বজায় থাকবে। এই উদ্যোগ সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
কুড়িগ্রাম সদরের হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া জনপদ। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন। বিশেষ অতিথি হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।
Leave a Reply