অনলাইন ডেস্ক:
আপনি কি জানেন মোবাইল ইন্টারনেটের গতিতে কোন দেশ এগিয়ে? বাংলাদেশের অবস্থানই বা কত? জানলে অবাক হবেন ইন্টারনেটের স্পিডের তালিকায় ওপরের দিকে নেই জাপানের মত দেশও। বরং তালিকার প্রথম ১০ দেশের তালিকার ৫টি স্থানই দখল করে রয়েছে মধ্যপ্রাচ্যের ৫ দেশ।
ইন্টারনেটের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই দেশে ইন্টারনেটের গতি ৪৪১.৮৯ এমবিপিএস। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার, গতি ৩৫৮.২৭ এমবিপিএস। কুয়েতের স্থান তিন নম্বরে। সেখানে ইন্টারনেটের গতি ২৬৩.৫৯ এমবিপিএস।
ইউরোপের দেশ বুলগেরিয়া রয়েছে ইন্টারনট স্পিডের দৌড়ে ৪ নম্বরে। গতি ১৭২.৪৯ এমবিপিএস।
ডেনমার্কে ইন্টারনেটের গতি ১৬২.২২ এমবিপিএস।
দক্ষিণ কোরিয়ায় ইন্টারনেটের গতি ১৪৮.৩৪ এবিপিএস।
নেদারল্যান্ডস ১৪৬.৫৬ এমবিপিএস।
নরওয়ে ১৪৫.৭৪ এমবিপিএস।
চীন ১৩৯.৫৮ এমবিপিএস।
লুক্সেমবুর্গ-১৩৪.১৪ এমবিপিএস।
সিঙ্গাপুর-১২৭.৭৫ এমবিপিএস।
আমেরিকা-১২৪.৬১ এমবিপিএস।
বাহারাইন-১১৮.৩৬ এমবিপিএস।
ফিনল্যান্ড-১১৪.৪৫ এমবিপিএস।
জাপান ৫১.৯৫ এমবিপিএস।
বাংলাদেশ-২৮.২৬ এমবিপিএস।
পাকিস্তান-২০.৮৯ এমবিপিএস।
Leave a Reply