স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের শেষ দিনের খেলা চলছিল আজ। বৃষ্টির কারণে খেলা যখন বন্ধ তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দেখা যায়, ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে আলাপ করছেন অশ্বিন।
তাদের কথোপকথনের একপর্যায়ে হঠাতই অশ্বিনকে জিড়িয়ে ধরেন কোহলি। এ সময় অশ্বিনকে নিজের চোখ মুছতেও দেখা যায়। খলি এবং অশ্বিনের মধ্যকার এমন আবেগঘন মুহূর্ত দেখেই ক্রিকেটপ্রেমীরা ধারণা করেছিলেন, অশ্বিনের অবসরের ঘোষণা হয়তো আসছে শীঘ্রই। তবে তা যে এতো দ্রুত আসবে তা হয়তো অনেকেই ধারণা করেননি।
ব্রিসবেনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দেয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপর বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি, ফলে ড্র হয় ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অশ্বিন। উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে ভারতের একাদশে ছিলেন না এ স্পিনার।
Leave a Reply