অনলাইন ডেস্ক:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে বিবাদমান দুই দলের মধ্যে বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
তাবলীগের শুরায়ে নেজামী (যোবায়ের) অনুসারী ও ভারতের মাওলানা সাদ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার আ. সামাদের ছেলে বেলাল (৬০)।
এ ঘটনায় আহদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং আরেকজন ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে এখন পর্যন্ত একজন নিহত ও অসংখ্য লোক আহত হয়ে এসেছেন। আহত আরও মানুষ হাসপাতালে আসছেন।
এদিকে, যোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, তাদের পক্ষের দুইজন নিহত হয়েছেন। এছাড়া, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে আরও একজন মারা গেছেন। তার নাম-পরিচয় বিস্তারিত পরে জানানো হবে হবে উল্লেখ করেন তিনি।
তবে, পুলিশ কেবল দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“বর্তমানে দাওয়াত ও তাবলিগের মারাত্মকভাবে আহত ও মুমূর্ষু শত শত সাথী আহসান উল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন,” যোগ করেন তিনি।
এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ইলতুৎমিশ দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন।”
Leave a Reply