রিপন বারী,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রাহমানকে আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মামুন মিয়াকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন আমিরুল আবেদিন আকাশ, সাদিয়া সারোয়ার উল্লাস। এছাড়া সদস্য হিসেবে আছেন নাসরুল্লাহ শারাফাত, তানজিনা তাবাসসুম তন্দ্রা, ফয়সাল রাব্বী, তাসমিম আলম কাব্য, তপু চন্দ্র দাশ, সুলতান মাহমুদ, আরফিন মোননাফ, তাশিন আব্দুল্লাহ, নাহিদুল হক, তারিন তাসনিম, দীপান্বিতা চক্রবর্তী, মিলি আক্তার শ্রাবন্তী, সৌরভ কুমার শুভ, হাফসা আক্তার মীম, ইসরাত ইভা, পাপিয়া সুবর্ণা, জুবায়ের জেমিন, এস আই শিমুল, বাধন বিশ্বাস ও সাদমান হক প্রমুখ।
এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড.রেজাউল ইসলাম (শামীম রেজা), বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক নাহিদুল হাসান নাঈম প্রমুখ৷
আহ্বায়ক মোস্তাফিজুর রাহমান বলেন, সাহিত্য মূলত চর্চার বিষয়। সেই চর্চার একটা ক্ষেত্র তৈরির লক্ষেই আমাদের এই যাত্রা। আমরা চাই, জাহাঙ্গীরনগরের তরুন লেখকরা তাদের সাহিত্যচর্চার একটা কেন্দ্র খুঁজে পাক। পটপরিবর্তনের এই সময়ে আমাদের সচেতন লেখক তৈরির কাজে এগুতে হবে। এক্ষেত্রে ক্রিয়েটিভ রাইটিং, সাহিত্য সমালোচনা, রাইটিং ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই তাগিদ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের যাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, সাহিত্য চর্চায় একটি আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply