কুড়িগ্রাম প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে দুই শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‘কুড়িগ্রাম সাইক্লিস্ট’ ও ‘রাউন্ড টেবিল বাংলাদেশ’ নামে দুটি সংগঠন এই আয়োজন করে।
সোমবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। মাহমুদুল হাসান মারুফ ও সাদিক শাহরিয়ার স্নিগ্ধের নেতৃত্বে শোভাযাত্রা শুরুর ঘণ্টাখানেক পর তা শেষ হয়।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয় কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে। জেলা প্রশাসনের সহযোগিতায় বসা এই মেলায় ছিল ২৯টি স্টল।
মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply