এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক বাসেত সরকার বিপ্লবের নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বটতলা এলাকায় ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বিএনপিনেতা বাসেত সরকার বিপ্লব পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন।
মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে বাসেত সরকার বিপ্লব বলেন,অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়,সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তা হলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উমর মজিদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, নাাজিম খান ছাত্রদল সভাপতি মোঃ জামিউল, যুবদল নেতা মমিনুল,রুবেল সহ রাজার হাট উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
Leave a Reply