আতিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গ্রীন ভয়েস, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য এবং সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় বিজয় কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা মোঃ জমসের আলীকে বিশেষ সম্মাননা প্রদান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কছিম উদ্দিন মিয়া। তিনি বিজয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য উপস্থিত সকলকে জাতির গৌরবময় ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ জমসের আলী তার স্মৃতিচারণে ১৯৭১ সালের গৌরবময় যুদ্ধদিনগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই বিজয় অর্জন সহজ ছিল না। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, যেন এই প্রজন্ম স্বাধীন দেশের আলোয় বেড়ে উঠতে পারে। এই বিজয়ের মূলমন্ত্র হলো একতা, ত্যাগ এবং দেশপ্রেম।” তার বক্তব্যে উপস্থিত সবাই গভীরভাবে অনুপ্রাণিত হন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হন।
অনুষ্ঠানে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গ্রীন ভয়েসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এমন উদ্যোগ ভবিষ্যতে সমাজ উন্নয়ন এবং প্রজন্মের মাঝে ঐতিহাসিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।
Leave a Reply