ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজীবপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ আকবর হোসেনকে আহ্বায়ক এবং মোঃ শহিদুল্লাহ্ ফরাজীকে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আহসান হাবিব সজিব ও সদস্য সচিব নুরুজ্জামান বাহাদুরের যৌথ স্বাক্ষরে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন ধারা সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন।
নব গঠিত কমিটির আহ্বায়ক মোঃ আকবর হোসেন বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে চ্যালেঞ্জের। আমরা একত্রে কাজ করে সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনাকে আরো সুদৃঢ় করব এবং তরুণ সমাজকে সংস্কৃতির সৃজনশীল দিকগুলোতে সম্পৃক্ত করার চেষ্টা করব।”
সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ্ ফরাজী জানিয়েছেন, “এই কমিটি রাজীবপুর উপজেলায় সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করবে। আমরা পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”
নবগঠিত এই কমিটির মাধ্যমে রাজীবপুর উপজেলায় সাংস্কৃতিক পরিবেশের উন্নয়ন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। জাসাসের নেতারা কমিটির কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply