1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-৪ আসনে জিয়া পরিবার থেকে নির্বাচনের দাবি যুবদল নেতা পলাশের রৌমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ রাজারহাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন ফুলবাড়ীর অপহৃত মেয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার- ২ কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে রাজারহাটের একজন গ্রেফতার  ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চমক দিয়ে বিপিএলে কানাডিয়ান সুন্দরী মডেল নিয়োগ চট্টগ্রামের

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক:

শুরু হওয়ার অপেক্ষায় ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর।

টুর্নামেন্টের ১১তম আসরে এবার নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিটাগাং দলে যোগ দিয়েছে একজন অফিসিয়াল উপস্থাপক। এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কেননা হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিদেশি কানাডিয়ান মডেল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের অফিসিয়াল হোস্ট (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ইয়েশা সাগর নিজেই বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংসদের জার্নির সকল অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত।’

460298362_122162824034112435_366411107219741925_n

এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার আসরে সঞ্চালক হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কানাডার নাগরিক হলেও ইয়েশার শিকড় ভারতের পাঞ্জাবে। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

২০১৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০২৩ সালে তিনি পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন।

425873164_402636442268322_449658436773523657_n

এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। চিটাগাং কিংস বরাবরই দলকে নতুন ধাঁচে সাজানোর চেষ্টা করে এসেছে।

সাকিব আল হাসানের মতো বিশ্বমানের অলরাউন্ডার দলে ভেড়ানো এবং ইয়েশার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে হোস্ট হিসেবে নিয়োগ দেয়া, ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য যে শুধু মাঠেই নয়, বিনোদন জগতেও দৃষ্টি আকর্ষণ করা, তা স্পষ্ট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!