নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনিরা দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিলেন তা তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বজরা এল,কে আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল, উপজেলা প্রকৌশলী প্রদিপ কুমার সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply