আল আমিন, রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ আলম মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রৌমারী উপজেলার টেংরাপাড়া এলাকার বাসিন্দা।
১৩ ডিসেম্বর ২০২৪, রাত সাড়ে ৮টার দিকে রৌমারী থানা পুলিশ যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে আলম মিয়ার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জানান “মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে আমাদের অভিযান চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। মাদকবিরোধী কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না।”
পুলিশের এই তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনেছে। এলাকাবাসী আশা করছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদক সমস্যা অনেকটাই কমে আসবে।
Leave a Reply