অনলাইন ডেস্ক:
গ্রাম কিংবা শহরে বাসা-বাড়িতে যাদের টিউবওয়েল বা চাপ কল আছে তারা খেয়াল করলে দেখবেন শীতকালে পানি গরম থাকে। শীতকালে টিউবওয়েলের পানি কেন গরম থাকে তার সঠিক উত্তর নেই ৯০% মানুষের। আপনিও ‘ঠিক’ জানেন তো?
শীতকালে টিউবওয়েলের পানি গরম থাকার রহস্য
শীতকালে ট্যাপের পানি ভয়ানক ঠান্ডা। তাহলে টিউবওয়েলের পানি গরম থাকার রহস্য কী? আসলে টিউবওয়েলের পানি থাকে মাটির অনেক গভীরে। বাতাসের সংস্পর্শ একেবারেই পায় না এই পানি।
আমাদের চারপাশের পরিবেশের তাপমাত্রা অনেকটাই নির্ভর করে সূর্যের অবস্থানের ওপর। শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলো থেকে সূর্য অনেকটাই হেলে পড়ে দক্ষিণের দিকে। ফলে দিনের দৈর্ঘ্য যেমন কমে আসে, তেমনি সূর্যের তেজও এ সময় কম থাকে।
এর ফলে বাতাস কম উৎতপ্ত হয়। অন্যদিকে হিমালয় থেকে বয়ে আসা উত্তরে হিমেল হাওয়া পরিবেশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয়।যে কোনও বস্তু থেকে তাপ পরিবহন করে তুলনামূলক ঠান্ডা জায়গায় ছড়িয়ে দিতে বাতাসের জুড়ি নেই।
তাই সহজেই খোলা জলাশয়, ট্যাংকর পানি দ্রুত ঠান্ডা হয়ে যায় বায়ুপ্রবাহের কারণে। অন্যদিকে ভূপৃষ্ঠের গভীরে থাকা পানির তাপমাত্রা সারা বছর মোটামুটি একই থাকে। বাতাসের সংস্পর্শ পায় না বলেই এমনটা হয়।
শীতকালে আসলে মাটির গভীরের পানি উষ্ণ হয় না। বরং পরিবেশের তাপমাত্রা অনেক কম থাকে বলে আমাদের শরীর ও হাত-পাতুলনামূলক ঠান্ডা হয়ে যায়। তাই টিউবওয়েলের স্বাভাবিক তাপমাত্রার পানিই আমাদের কাছে উষ্ণ মনে হয়।
দেখবেন দুপুরের চেয়ে সকাল কিংবা রাতে টিউবওয়েলের পানি বেশি গরম মনে হয়। আসলে এর কারণ হল দুপুরে আমাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে, তাই টিউবওয়েলের পানি অতটা গরম মনে হয় না।
গরমকালে টিউবওয়েলের পানি ঠান্ডা থাকে কেন?
শীতকালে যেমন টিউবওয়েলের পানি গরম মনে হয়, গরমকালে ঠিক তার উল্টো মনে হয়। গরমকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে বলে আমাদের শরীরের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকে।
ওদিকে টিউবওয়েলের পানির তাপমাত্রা কিন্তু একই থাকে। শরীরের তাপমাত্রা বেশি বলে তখন টিউবওয়েলের পানি ঠান্ডা মনে হয়।
Leave a Reply