1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ইবির এএনএফটি সোসাইটির নতুন কমিটি গঠন রাজিবপুরে প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা  ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রৌমারী থেকে বিনামূল্যে সরকারি বই পাচার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩ এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম তরঙ্গকে উলিপুরে সংবর্ধনা বেরোবিতে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ইবিতে ‘আন্তর্জাতিক কৃষি ও আগামীর মানব সভ্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজারহাটে শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অভিবাসীদের নৌকাডুবি; ভূমধ্যসাগরে ৩ দিন টায়ার টিউব ধরে ভাসছিল ১১ বছরের শিশু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সিএনএন

অভিবাসনপ্রত্যাশী একটি নৌকা ডুবে যাওয়ার পর ভূমধ্যসাগরে তিনদিন ভেসে ছিল এক শিশু৷ মূলত বায়ুভর্তি টায়ার টিউব ধরে ১১ বছরের মেয়েটি বেঁচে ছিল। 

গত বুধবার এনজিও কম্পাস কালেকটিভের উদ্ধারকারী দল শিশুটিকে জীবিত উদ্ধার করে৷ মেয়েটি উদ্ধারকারীদের জানিয়েছে, তিউনিশিয়ার এসফাকেস থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল৷ পথে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি।

ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে সহায়তাকারী সংস্থা কম্পাস কালেক্টিভ বলেছে, ”আমরা ধারণা করছি শিশুটি অভিবাসী নৌকাটির একমাত্র জীবিত যাত্রী। বাকি ৪৪ জন ডুবে গেছেন৷”

কম্পাস কালেক্টিভের দেয়া তথ্য অনুযায়ী, একটি উদ্ধারকারী জাহাজ অন্য একটি উদ্ধার অভিযানে যাওয়ার সময় গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। তখন সাগরের মাঝ থেকে তাকে উদ্ধার করা হয়৷

উদ্ধারকাজে নেতৃত্ব প্রধান করা ম্যাথিয়াস উইডেনলুবার্ট বলেন, “এটি একটি অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা যে, ইঞ্জিন চালু থাকলেও আমরা শিশুটির কণ্ঠস্বর শুনেছি। এরপর আমরা অবশ্যই অন্যরা বেঁচে থাকতে পারে বলে ঐ স্থানে সন্ধান করেছি। কিন্তু আড়াই মিটারের উঁচু ঢেউসহ দিনব্যাপী ঝড়ের পর তা অনেকটা অসম্ভব ছিল।”

ছবি: পিকচার এলায়েন্স

ইতালিয়ান মিডিয়াগুলো শিশুটির নাম ইয়াসমিন বলে প্রচার করেছে। শিশুটি বর্তমানে ইতালির লাম্পেদুসায়ারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তবে তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানা গেছে৷

একই রাতে উদ্ধারকারী দলটি ৫৩ জন যাত্রী নিয়ে জীবন সংকটে থাকা অন্য একটি নৌকায় লাইফজ্যাকেট দিয়েছেন। এরপর ঐ নৌকাটির অবস্থান সম্পর্কে ইতালীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে নৌকাটিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়।

উদ্ধারকারী দলের সদস্য কাটজা টেম্পেল বলেন, “এমনকি ঝড়ের সময় মানুষ ভূমধ্যসাগর দিয়ে ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছে। শরণার্থীদের জন্য আমাদের নিরাপদ পথ তৈরির পাশাপাশি একটি উন্মুক্ত ইউরোপ দরকার যেখানে মানুষদের স্বাগত জানানো হবে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া কোনো বিকল্প নয়।”

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন অবধি তিউনিশিয়া থেকে ইইউভুক্ত দেশ ইতালি এবং মাল্টার উদ্দেশ্যে অনিয়মিত সাগর পথে যাত্রা করতে গিয়ে অন্তত ২৪,৩০০ মানুষের মৃত্যু হয়েছে বা তারা হারিয়ে গেছেন৷ চলতি বছর এই সংখ্যা দুই হাজার পঞ্চাশ জনের মতো৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!