কুড়িগ্রাম প্রতিনিধি:
শব্দদূষণ প্রতিরোধে কুড়িগ্রামে শিক্ষার্থীদের নিয়ে ‘শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে কর্মশালাটি আয়োজন করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর।
এসময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে শব্দদূষণের ক্ষতিকর দিকগুলো নানাভাবে উপস্থাপন করা হয়। এরই অংশ হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
Leave a Reply