আকাশ আহমেদ চুয়াডাঙ্গা জেলা থেকে ১৭ সেপ্টেম্বর পায়ে হেটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে ৯টি জেলা ভ্রমণ করে বাড়িতে ফেরেন। এরপর পহেলা ডিসেম্বর বের হয়ে নতুন করে আরও ৭টি জেলা ভ্রমণ করে ১৬তম জেলা হিসেবে কুড়িগ্রামে পৌছেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর থেকে পায়ে হেটে চিলমারী উপজেলার উদ্দেশ্যে রওনা হলে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের দিকে পৌছায়। এরপর উপজেলা ডাকবাংলোয় অবস্থান করে।
আকাশ আহমেদ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মানুষকে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলা থেকে পাঁয়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে আমি বের হয়েছি। এরই মধ্যে আমি ১৫জেলা পায়ে হেটে ভ্রমণ করেছি আজ ১৬তম জেলা কুড়িগ্রামে অবস্থান করছি। আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেটে আবার রওয়ানা হবো। গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদ্যেশ্যে যাবো। আকাশ আহমেদ বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।
আকাশ আহমেদ আরো জানান, অনেকেইতো যানবাহন বা বিভিন্ন ভাবে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেটেই ৬৪ জেলা ঘুরবো। তাই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমি ৬৪ জেলা পায়ে হেটেই ঘুরে আসতে পারব। এখন পর্যন্ত পথে ঘাটে কোথাও কোন সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন।
Leave a Reply