কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ইসলামিক রিলিফ বাংলাদেশের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে খানা ভিত্তিক উপকারভোগীদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
উপজেলার মোট ৩২৫০ টি অতি-দরিদ্র পরিবারে বিভিন্ন বৈচিত্রময় আয় সৃষ্টিকারী কার্যক্রম, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং সামাজিক বিষয়ে জ্ঞান ও স্বক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-পরিচালক কৃত্রিম প্রজনন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর টেকনিক্যাল কর্মকর্তা সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ পরিচালনা করে আসছেন । প্রতি জন সদস্যের মাঝে এ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন মনিটরিং অফিসার মোঃ ফারুক আহমেদ ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে এ অর্থ বিতরণ করা হয়।
ইসলামিক রিলিফ ইউকে এর অর্থায়ন ও ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে আজ উপজেলার ঘোগাদহ ইউনিয়নে মোট ৫৩ জন সদস্যের মাঝে খানা প্রতি ২৫,০০০ করে টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে বিতরণ করা হবে।
Leave a Reply