আল আমিন,বিশেষ প্রতিনিধি:
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে রাজিবপুর কলেজ শাখা ছাত্রদল। একযোগে রাজিবপুর সরকারি কলেজ, রাজিবপুর মহিলা কলেজ ও চর রাজিবপুর আলিম মাদরাসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজিবপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পালশ মাহমুদের নেতৃত্বে সকাল ১০ ঘটিকায় রাজিবপুর সরকারি কলেজের মূল ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনার আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যায় বিচার চেয়ে বক্তব্য দেয় রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদ ও তরুন ছাত্রদল নেতা হাবিবুল্লাহ্ হাবিব।
রাজিবপুর মহিলা কলেজে মানববন্ধন করে বক্তব্য দেন রাজিবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ।
রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আকন্দ মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে চর রাজিবপুর আলিম মাদরাসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গুম খুনের বিচার চেয়ে বক্তব্য দেন তিনি।
Leave a Reply