মিজানুর রহমান মিজান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বিবিসি’র ১’শ প্রভাবশালী নারীর তালিকায় ঠাই পাওয়া রিকতা আক্তার বানু’র প্রতিষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
মঙ্গলবার দুপুর ২টায় রমনা সরকার বাড়ি গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত রিকতা আক্তার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, সমাজসেবা অফিসার নাজমুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক স্কুলটির সার্বিক উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য রিকতা আক্তার বানু তার বুদ্ধি প্রতিবন্ধী সন্তান তানভীন দৃষ্টিমনি’কে কোন স্কুলে ভর্তি করতে না পেরে ২০০৯ সালে নিজেই বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটিতে ৩ শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী পড়ালেখা করছেন।
Leave a Reply