1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-৪ আসনে জিয়া পরিবার থেকে নির্বাচনের দাবি যুবদল নেতা পলাশের রৌমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ রাজারহাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন ফুলবাড়ীর অপহৃত মেয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার- ২ কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে রাজারহাটের একজন গ্রেফতার  ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামে চরাঞ্চলের বিভিন্ন স্থানে শীতকালীন আগাম সবজি চাষাবাদে ঝুকে পড়েছে কৃষকেরা। সবুজ সবজিতে এখন ভরে উঠেছে চরাঞ্চল। আগাম সবজি ইতিমধ্যেই স্থানীয় হাট-বাজারে উঠছে এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে

মাঠে মাঠে শোভা পাচ্ছে সবুজ সবজির সমারোহ। সবজির বাম্পার ফলনে চাষিদের মুখে যেন হাসির ঝলক। শীতকালীন আগাম সবজি বাজারে তুলতে শুরু করেছেন তারা। মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা লাভবান হবে বলে আশা প্রকাশ করছেন কৃষি কর্মকর্তারা।

এসব সবজি চাষে খুব বেশি আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। কিন্তু রোগবালাই দমনে সবজিতে কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। স্বল্প সময়েই সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে। প্রায় দিনই বাজারে বিক্রি করা যায়, যা অন্য ফসলের বেলায় সম্ভব নয়। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো। সব মিলিয়ে সবজি চাষকেই এ অঞ্চলের কৃষকরা লাভজনক মনে করছেন। তাই দিনদিন সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

হাসনাবাদ এলাকার বাসিন্দা রাজু মিয়া বাণিজ্য প্রতিদিনকে বলেন‚ ‘‘দুইবিঘা জমি লিজ নিয়ে ফুলকপি চাষ করেছি। ইতিমধ্যে ফুলকপি তুলে বাজারে বিক্রি করা শুরু করে দিয়েছি। বিঘা প্রতি ফুলকপি আবাদ করতে ২৫ হাজার টাকা খরচ হয়। এখন একমন ফুলকপি বিক্রি করতেছি ১৫শো টাকা। বাজারেও এটার চাহিদা আছে।’’

বাঁধাকপি চাষি আলামিন হক বলেন‚ ‘‘আমি বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছি তার মধ্যে মরিচ,বেগুন,আলু,বাঁধাকপি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আশা করছি কিছুটা লাভবান হওয়া যাবে।

চলতি বছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার কয়েকটি ইউনিয়নের ১৩শো ৭ হেক্টর জমিতে সবজি চাষিরা লালশাক, পুইশাক, পালংশাক, ঢেঁড়স, মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, মিষ্টি কুমড়া ও বরবটি আবাদে এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন। উৎপাদন ব্যয় বাড়লেও আগাম শীতকালীন সবজির বাজার দর ভালো পাওয়ায় এ আবাদে লাভবান হবেন বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। এরই মধ্যে যেসব উৎপাদিত শীতকালীন সবজি বাজারে বিক্রি করছে, সেগুলোর ভালো দাম পাওয়ায় হাসি ফুঁটে উঠেছে তাদের চোখে মুখে।

নাগেশ্বরী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহরিয়ার হোসাইন বাণিজ্য প্রতিদিনকে জানান, চলতি মৌসমে জেলায় প্রায় ১৩শো ৭ হেক্টর জমিতে শীতকালীন সবজির উৎপাদন হয়েছে। উৎপাদিত সবজি জেলার সবজি চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত সবজি ঢাকাসহ দেশের অন্য জেলাতে সরবরাহ করা হবে। কৃষি বিভাগের লোকজনের নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন বাড়ায় কৃষকদের মুনাফাও বেড়েছে কয়েকগুণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!