রৌমারী প্রতিনিধি:
ছাড়পত্র বিহীন দুইটি অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন এবং একটি ইটভাটায় মালিক না থাকায় ঐ ভাটার কাঁচা ইট ধ্বংস করে দেয় উপজেলা প্রশাসন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।
জরিমানা দেওয়া অবৈধ ইটভাটা গুলো হলো রৌমারী উপজেলার জন্তিরকান্দা এলাকার মেসার্স এ ডি ব্রিকস ও সায়দাবাদ এলাকার মেসার্স এম. জি.এস ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লালকুড়া, সায়দাবাদ বাজার এলাকায় মেসার্স আর এম জি ব্রিকস ইটভাটায় মালিক না থাকায় ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে দেয় হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ৫ এর (১) এবং ১৫ এর ১(ক) ধারায় সতর্কতা করে দুই ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেসার্স আর এম জি ব্রিকস ইটভাটায় মালিক না থাকায় ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়। সেই সাথে আগামী ১ মাসের মধ্যে ছাড়পত্র নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় সর্বোচ্চ শাস্তি ৫ লাখ টাকা জরিমানা ও দুই বছরের জেলের বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।
Leave a Reply