আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর টোল প্লাজায় এই ঘটনা ঘটে।কুড়িগ্রাম(ডিএনসি) জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় থেকে পিকআপে গাঁজা লোড দিয়ে ধরলা সেতুর টোল প্লাজা হয়ে টাঙ্গাইলে যাওয়ার গোপন সংবাদে ডিএনসির একটি দল টোল প্লাজায় অবস্থান নেয়। পিকআপ দুইটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র তাদের থামিয়ে তল্লাশি করে মাদক উদ্ধার ও গ্ৰেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডিএনসি বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোর্পদ করেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply