1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-৪ আসনে জিয়া পরিবার থেকে নির্বাচনের দাবি যুবদল নেতা পলাশের রৌমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ রাজারহাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন ফুলবাড়ীর অপহৃত মেয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার- ২ কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে রাজারহাটের একজন গ্রেফতার  ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রোকেয়া দিবসে বেরোবিতে শুভসংঘের কুইজ ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বসুন্ধরা শুভসংঘ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের ৩য় তলায় বেলা ১টায় এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী।

কুইজ প্রতিযোগিতায় বেগম রোকেয়ার জীবনী নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন বিজয়ী নির্বাচিত হন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুইজ বিজয়ী শিক্ষার্থীরা হলেন ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীরা হলেন আফিয়া জামান, উজ্জল আহমেদ এবং সুমাইয়া ইসলাম সিহা।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী বলেন, “ভালো কাজের সাথে শুভ সংঘ। তোমরা এর পাশে থাকলে ভালো কাজগুলো শিখতে পারবে। এতে তোমাদের নিজের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে আরও বড় বলে মনে হবে।”

মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান বলেন, “তোমরা মোবাইল ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার না করে এমন ইতিবাচক সংগঠনের সঙ্গে যুক্ত থাকো এবং নিজের মনকে বড় করো। বিশ্ববিদ্যালয় তোমাদের শুধু একাডেমিক সার্টিফিকেট দেবে, কিন্তু এরকম সংগঠন এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে তোমাদের দক্ষতা বৃদ্ধি করবে। মনটাকে বড় রাখলে দুনিয়ার অনেক কিছু তুচ্ছ বলে মনে হবে। বসুন্ধরা গ্রুপ এরকম ভালো ও বড় বড় কাজ করে। তোমরাও এমন উদ্যোগের সাথে থেকে এগিয়ে যাও।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ থাকা শুভসংঘের কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আশা করি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুভসংঘের সঙ্গে যুক্ত হবে এবং ভালো কাজের পাশে থাকবে। শুভসংঘ প্রতিষ্ঠার শুরু থেকেই আমি এর পাশে ছিলাম এবং এর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছি। শুভসংঘ সব সময় ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। একসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুভসংঘ সবচেয়ে বড় প্রোগ্রাম আয়োজন করেছিল, যা এখনও স্মরণীয়। এই উদ্যোগের সফলতা কামনা করছি।”

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, “এ ধরনের আয়োজন এর আগে কখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি। এতে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। শিক্ষকদের কাছ থেকে বেগম রোকেয়া সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পেরেছি। আমরা চাই, প্রতিবছর এমন আয়োজন নিয়মিতভাবে করা হোক।”

আরেক শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম বলেন, “বেগম রোকেয়ার কারণেই আজ নারীরা শিক্ষার পরিবেশ পেয়েছে। তাঁকে কখনো ভুলে যাওয়ার মতো নয়। আমরা চাই, রোকেয়া দিবস আরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হোক।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!