নুরুজ্জামান আহমেদ , নাগেশ্বরী প্রতিনিধিঃ
‘‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর সমৃদ্ধি ” শ্লোগানে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নানা কর্মসূচি পালিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ সিব্বির আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন‚দুর্নীতি প্রতিরোধ কমিটির নাগেশ্বরী উপজেলা শাখার সম্পাদক শামসুজ্জামান মানিক, গোলাম নবী-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগেশ্বরী সরকারি গার্লস স্কুল‚ শহিদুল ইসলাম সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা‚ আজিজুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখার সাধারণ সম্পাদক‚ আব্দুল মান্নান- আমির, জামাতে ইসলামী বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ‚ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসাইন‚ নাগেশ্বরী থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট‚ ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমাজ বা রাষ্ট্রে দুর্নীতি মুক্ত করতে হবে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিরুৎসাহিত করেন।
এছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্তর থেকে একটি রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।
রেলি শেষে উপজেলা প্রশাসকের হল রুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply