মিজানুর রহমান মিজান ( চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মাবনববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
“দূর্নীতির রিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিশু নিকেতন চিলমারীর অধ্যক্ষ্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা, সবুজ কুমার বসাক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আবু তাহের, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, প্রেসক্লাব সাধারন সম্পাদক ছাবেদ আলী মন্ডল সবুজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
Leave a Reply