মিজানুর রহমান মিজান ( চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘
নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সোমবার (৯ডিসেম্বর) সকালে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ ও সুশীলনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
এ সময় চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের,বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ সুশাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আনোয়ার হোসেন, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নির্াতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় হোসনেআারা আক্তার হাসি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আর্জিনা আক্তারকে জয়িতা সম্মাননা স্মারক তুলে দেয়া।
Leave a Reply