আজ সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়,
তিনি আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত কলম্বোতে অবস্থান করবেন। গতকাল ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত এক সরকারি অফিস আদেশ অনুযায়ী ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে থেকে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত উপাচার্যের ছুটি মঞ্জুর করা হয়। কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, এই কনফারেন্সে অংশগ্রহণের ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্য এবং দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চশিক্ষার ধারনা পাওয়া যাবে এবং আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সুযোগের সম্প্রসারণ ঘটবে।
উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কলম্বোতে অবস্থানকালে তাঁর ছুটিকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
Leave a Reply