এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়ব আগামীর শুদ্ধতা”এ প্রতিপাদ্যকে ধারণ করে রাজারহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনা এবং দুর্নীতি বিরোধী র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো: হবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভুমি সহকারী কমিশনার মো আসাদুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য স্বর্নকমল মিশ্র,শাহাজাহান আলী প্রমুখ।
Leave a Reply