স্পোর্টস ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরটার ভাগ্যটাই এমন। নেই কোনো সুনির্দিষ্ট ছক বা কাঠামো, আয়োজিতও হয় অনিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। গাঁ ধরে বসেছে ভারত, কোনোভাবেই খেলতে যাবে না তারা পাকিস্তানের মাটিতে। এই নিয়ে টানাপড়েনে ঝুলে আছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। আদৌ টুর্নামেন্ট হবে কী না এখন পর্যন্ত কোনও সমাধানে আসেনি আইসিসির থেকে!
এরই মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশে। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর শুরু হয় পাকিস্তান থেকেই।
ট্রফি টুরের অংশ হিসেবেই আজ ঢাকায় আসছে আসরটির ট্রফি। আগামীকাল বাংলাদেশের জনসমক্ষে দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি, রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রদর্শন করা হবে ট্রফিটি।
এরপর সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হবে ট্রফিটি। ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাবে। সেখান থেকে ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে।
বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।
Leave a Reply