নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম জেলায় পৃথক দুটি অভিযানে ১৯৬ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকাল আনুমানিক ৫টা নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মেছনিরপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সাপখাওয়া এলাকার মো. নজরুল ইসলাম ওরফে নজু (৪৪) এবং মেছনিরপাড় এলাকার মোছা. সালেহা বেগম (৪৫) কে ১০১ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাটালবাড়ি এলাকায় অভিযান চালায় কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম। এ সময় মাদক কারবারি মো. বাচ্চু মিয়া (৩৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়ংকর ব্যাধি। কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকমুক্ত করা যায়।”
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply