কুড়িগ্রাম প্রতিনিধি:
অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। জানুয়ারি থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান জানান, “মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। মোট ৮০ আসনের মধ্যে প্রথম ধাপে অ্যাগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থী ভর্তি হবেন। শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২২ ডিসেম্বর ভর্তির সুযোগ দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রামের নালিয়ার দোলা এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত শহরের ভকেশনাল মোড় ও টেক্সটাইল মোড়ে ভাড়া করা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
ডেপুটি রেজিস্ট্রার আরও জানান, “শ্রেণিকক্ষ ও ল্যাব প্রস্তুত করা হয়েছে। সময়মতো ভর্তি প্রক্রিয়া শেষ করে জানুয়ারিতে ক্লাস শুরু হবে।”
নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “সময় স্বল্পতার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। বিষয়টি চূড়ান্ত করবেন উপাচার্য।”
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং কৃষি খাতে উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Leave a Reply