নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মারা গেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় তার প্রথম নামাজে জানাজা রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিজ বাড়িতে আনার পর দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় পান্ডুল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
Leave a Reply