1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা  ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রৌমারী থেকে বিনামূল্যে সরকারি বই পাচার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩ এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম তরঙ্গকে উলিপুরে সংবর্ধনা বেরোবিতে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ইবিতে ‘আন্তর্জাতিক কৃষি ও আগামীর মানব সভ্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজারহাটে শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিতেন এরদোয়ান: ইরানের গণমাধ্যম মুলতানে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন নোমান আলী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার আবু হেনা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ আহাম্মেদ,বেরোবি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল আবু
হেনা মোস্তফা কামাল খান (অবসরপ্রাপ্ত)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে বলে উল্লেখ করা হয়। আবু হেনা মোস্তফা কামাল খান ১৯৫৯ সালের ৭ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার পাকমুরিলে জন্মগ্রহণ করেন এবং ঢাকার আজিমপুরে বেড়ে ওঠেন।

নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি ফার্স্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার, সাভারের ৯ পদাতিক ডিভিশনে জেনারেল স্টাফ অফিসার এবং বিডিআর (বর্তমান বিজিবি) কমান্ড্যান্ট, সিলেট ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিএসসি এবং এএফডব্লিউসি কোর্স সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মোজাম্বিক এবং আইভরিকোস্টে কাজ করেছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি সফর করেছেন। সেনাবাহিনীতে তিনি ১৯৮০ থেকে ২০০৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং কর্নেল পদে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর তিনি রয়্যাল রোডস ইউনিভার্সিটি, কানাডা থেকে এমবিএ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গভর্নেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি,কুমিল্লা (বাইউস্ট)-এর রেজিস্ট্রার হিসেবে এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) -এর রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অবঃ) আবু হেনা মুস্তাফা কামাল খান বলেন,”আমি আবু হেনা মুস্তাফা কামাল খান গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছি। শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আমি ২৬ নভেম্বর বরিশালে চলে আসি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের উদ্দেশ্যে এবং আমি বর্তমানে বরিশালে অবস্থান করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করছি

২০১৯ সালে তার হাত ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০২৪ এর প্রথম শহীদ আবু সাঈদ।
এছাড়াও উল্লেখযোগ্য যে, জুলাই মাসের ছাত্র আন্দোলনে সর্ব প্রথম মিরপুর ডিওএইচএস-এ বসবাসরত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবার ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন; এবং কর্নেল কামাল ও তার স্ত্রী ডা. ফারজানা ইসলাম রূপা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!