কুড়িগ্রাম প্রতিনিধিঃ হজ্ব ও উমরাহ পালনকারীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব এবং সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’।
৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় দৈনিক ‘বাংলার মানুষ’ পত্রিকার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। জেলার হাজীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের কল্যাণে কাজ করাই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক ‘বাংলার মানুষ’ পত্রিকার সম্পাদক অধ্যাপক মোঃ লিয়াকত আলী। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ মহিউদ্দিন খন্দকার ও রিয়াজুল ইসলাম। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন একেএম রেজাউল রহমান, আর যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রাজ্জাক রফেল।
‘যিয়ারাতুল হারামাইন’ হাজীদের জীবনমান উন্নয়ন এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি হাজীদের সার্বিক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply