এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি স্টুডেন্ট’স অ্যালায়েন্স বাংলাদেশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কুড়িগ্রাম জেলার কৃষকদের পুর্নবাসনের লক্ষ্যে হাইব্রিড ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ও অ্যালামনাই এসোসিয়েশন অব জার্মানির আর্থিক সহযোগিতায় শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল হাইস্কুল মাঠে তিস্তা নদীর বন্যা কবলিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাকৃবি’র শিক্ষার্থী ইফরান ইউসুফ শিহাবের সঞ্চালনায় কৃষকদের চাষাবাদের উপরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যানন্দ ইউনিয়ন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতা আবুল হাসনাত কানন, বাকৃবির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুন্না, খালিদ হাসান, আহমদ আজাদ, আতিকুর রহমান।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, সিনজেন্টা কোম্পানির সেল প্রমোশন অফিসার সাজেদুর রহমান, কৃষক রেজাউল করিম, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রমুখ।
জনপ্রতি কৃষক পেয়েছেন তিন কেজি ভুট্টার বীজ ও নব্বই কেজি সার।
Leave a Reply