পতাকার রং বদলাতে গেলে,
বদলাতে হবে ভাষা-জাতি;
ইতিহাস থেকে মুছে দিতে হবে,
হাজারও ব্যথার স্মৃতি।
ক্ষমতায় আইন বদলাতে পারো,
বদলাবে না রক্তের রং;
বদলাতে পারবে না, শোধিলেও,
সম্ভ্রমহারা মায়ের অঙ্গ।
ফুলের বদলে দেশটা পাইনি,
বিনিময়ে গেছে প্রাণ;
যে মাটিতে মিশে আছে আজও,
লক্ষ লাশের ঘ্রাণ।
কত অভ্যুত্থান পারি দিয়ে,
পেয়েছি স্বাধীন দেশ;
বিপ্লব হবে, অভ্যুত্থান হবে,
শোষণ করতে শেষ।
স্বাধীনতা মানে আপন রাষ্ট্র-ভাষা,
জাতি-মুদ্রা পাওয়া যায়;
বিপ্লব মানে ন্যায়ের লড়াই,
স্বাধীনতা তো নয়।
Leave a Reply