মোজাম্মেল হক হৃদয়, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে মোছা. হাসিনুর খাতুন (১২) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিণ চর সাজাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুর ওই গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে এবং চর ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করা হলেও প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। এ নিয়ে রহস্যের জট খুলছে না। পরিবারের দাবি, তাদের অগোচরে হাসিনুর ঘরের মাচা থেকে পড়ে মারা গেছে। এটি একটি নিছক দুর্ঘটনা। তবে প্রতিবেশীরা জানান, প্রকৃত ঘটনা আড়াল করতে একে দূর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তারা জানান, আজ ভোরে পরিবারের সদস্যরা তাকে বাসায় একা রেখে মাঠে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ি ফিরে তাকে ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তারা হাসিনুরের মৃত্যুকে অস্বাভাবিক বলছেন। এটিকে ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ না করায় ঘটনাটি নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পরিবার থেকে হাসিনুরের মৃত্যুকে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
Leave a Reply