1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা  ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রৌমারী থেকে বিনামূল্যে সরকারি বই পাচার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩ এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম তরঙ্গকে উলিপুরে সংবর্ধনা বেরোবিতে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ইবিতে ‘আন্তর্জাতিক কৃষি ও আগামীর মানব সভ্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজারহাটে শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিতেন এরদোয়ান: ইরানের গণমাধ্যম মুলতানে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন নোমান আলী

২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহর কোনগুলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

সিএনএন

সম্প্রতি ২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহরগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। মার্কেটিং কনসালটেন্সি রেজোনেন্স এবং মার্কেট রিসার্চ কোম্পানি ইপসোসের সহযোগিতায় ২০২৫ সালের ‘বিশ্বের সেরা শহর’ -এর তালিকাটি তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে বসবাসযোগ্যতা, পছন্দনীয়তা এবং সমৃদ্ধি এই তিন ক্যাটাগরিতে শহরগুলোকে নাম্বার দেওয়া হয়েছে। এরপর সবগুলো ক্যাটাগরিতে পাওয়া নাম্বর মিলিয়ে মোট স্কোর তৈরি করা হয়েছে।

অন্যান্য তথ্যের পাশাপাশি এতে ৩০টি দেশের ২২ হাজার মানুষের ওপর চালানো একটি জরিপও অন্তর্ভুক্ত রয়েছে।

এই র‍্যাংকিংয়ে ২৭০টিরও বেশি বৃহত্তম শহরের মধ্যে লন্ডনকে বিশ্বের সেরা বা মানুষের সবচেয়ে পছন্দের শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে আমরা এখানে র‍্যাংকিংয়ের ‘পছন্দনীয়তা’-বৈশিষ্ট্যটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, যার মাধ্যমে একটি শহরের সংস্কৃতি, দর্শনীয় স্থান, নাইটলাইফ, খাবার প্রভৃতির জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি প্রকাশ পায়।

শীর্ষ ১০ ‘সবচেয়ে পছন্দের’ শহরের তালিকার মধ্যে ৬টি শহর পশ্চিম ইউরোপে অবস্থিত।

বিশ্ববিখ্যাত মিউজিয়াম এবং নাইট লাইফের জন্য ২০২৫ সালের সেরা শহর হিসেবে সবার উপরে উঠে এসেছে লন্ডনের নাম।

দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস, শপিং এবং দর্শনীয় স্থানের জন্য শহরটি বেশি নাম্বার পেয়েছে।

বিশ্বের তৃতীয় সর্বাধিক পছন্দের শহর নিউ ইয়র্ক। অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য, দৃষ্টিনন্দন স্থাপনা এবং খাবারের জন্য শহরটি র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে ঠাই পেয়েছে।

রেস্তোরাঁ ও শপিংমলের কল্যাণে টোকিও তারিকার চার নম্বরে রয়েছে, অন্যদিকে পাঁচ নম্বরে থাকা রোমের প্রতিটি রাস্তার কোণে রয়েছে সহস্রাব্দের ইতিহাস।

ছয় নম্বরে থাকা বার্সেলোনা রোদ, সৈকত, অসাধারণ স্থাপত্য এবং প্রাণবন্ত নাইটলাইফের জন্য পরিচিত এবং তালিকার সপ্তম স্থানে থাকা স্পেনের মাদ্রিদ তার পার্ক এবং খোলামেলা পরিবেশের জন্য জনপ্রিয়।

আট নম্বরে থাকা দুবাই বিশ্বব্যাপী একটি খেলার মাঠ হিসেবে তার অবস্থান নিশ্চিত করেছে এবং নবম স্থানে থাকা বার্লিন আধুনিকতা এবং জনপ্রিয় স্টাইলের জন্য পরিচিত।

সবশেষে রয়েছে সিঙ্গাপুর। রাস্তার স্টল থেকে শুরু করে ফাইন ডাইনিং পর্যন্ত সবত্র অবিশ্বাস্য দারুণভাবে খাবার পরিবেশ, স্টাইল, শপিং এবং নগর পরিকল্পনা শহরটি মানুষের কাছে পছন্দনীয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!