1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-৪ আসনে জিয়া পরিবার থেকে নির্বাচনের দাবি যুবদল নেতা পলাশের রৌমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ রাজারহাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন ফুলবাড়ীর অপহৃত মেয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার- ২ কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে রাজারহাটের একজন গ্রেফতার  ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ইউটিউব নিয়ে আসছে নতুন নতুন ফিচার, আয় হবে বেশি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: 

গুগল পরিচালিত ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি মানুষ নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন। প্রত্যেক মিনিটে এই প্ল্যাটফর্মে ৫০০ ঘণ্টা ভিডিও স্ট্রিম হয়। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই।

সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এখন ইউটিউবে আয় হবে অনেক বেশি। প্ল্যাটফর্মটি নতুন ফিচারের সাহায্যে পডকাস্টার এবং কনটেন্ট ক্রিয়েটররা আগের চেয়ে বেশি টাকা আয় করতে পারবেন ইউটিউব থেকে। আর সেই সুযোগ নিজেই করে দিচ্ছে অ্যাপটি। এখন পর্যন্ত ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করতে অনেক সময় লাগে। এরপরে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই এই কাজ করতে পারবেন। এবারের ‘মেড অন ইউটিউব’ ইভেন্টের মূল লক্ষ্য ছিলো ইউটিউব ব্যবহারকারীদের প্রত্যেককে তাদের সৃজনশীলতা প্রকাশ করার, কমিউনিটি গড়ে তোলার এবং দীর্ঘস্থায়ী ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়া। সাম্প্রতিক এআই টুল ও ফিচারগুলো ব্যবহার করে প্রতিষ্ঠিত নির্মাতা ও শিল্পীদের পাশাপাশি যাতে নতুন প্রজন্মের নির্মাতারাও উপার্জনের সুযোগ পায় সেদিকে লক্ষ্য রেখেই নতুন নতুন ফিচার নিয়ে আসছে গুগলের মালিকানাধীন ইউটিউব। জেনে নিন ইউটিউবের নতুন নতুন ফিচার-

 

ইউটিউব স্টুডিও

ইউটিউব শীঘ্রই ইউটিউব স্টুডিও চালু করছে, যার মাধ্যমে পডকাস্ট এবং নির্মাতাদের জন্যে তাদের বিষয়বস্তু ইউটিউবে প্রকাশ করা অনেক সহজ হবে। এছাড়া ব্যবহারকারীরা ইউটিউব স্টুডিওতে পডকাস্টের আলাদা করে একটি বিভাগ পাবেন। আর সেই বিভাগ থেকেই আপনি আপনার পছন্দের পডকাস্ট বেছে নিতে পারবেন। শুধু আপনি যে পডকাস্ট শুনতে চান, আপনাকে সেই বিভাগে গিয়ে সার্চ করতে হবে। তাহলেই কাজ সহজ হয়ে যাবে। ব্যবহারকারীরা ইউটিউব স্টুডিওতে অন-ডিমান্ড, অফলাইন এবং ব্যাকগ্রাউন্ডে পডকাস্ট শুনতে পারবেন। যার মানে, পডকাস্টাররা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন এবং মেম্বারশিপ থেকে আরও বেশি টাকা আয় করতে পারবেন। ক্রিয়েটররা ইউটিউবে ফ্যান ফান্ডিং, লাইভ স্ট্রিমিংয়ের সময় চ্যানেল সাবস্ক্রিপশন এবং সুপার চ্যাটসহ আরও অনেক উপায়ে টাকা আয় করতে পারেন। এছাড়াও পডকাস্টাররা তাদের পডকাস্টের সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করতে পারে। এজন্যে পডকাস্টারদের ব্র্যান্ড এবং এজেন্সিগুলোর সঙ্গে কাজ করতে হবে। তাহলেই আপনার আয়ের পরিমাণ বাড়বে।

 

প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ

ইউটিউব এবার প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণে নিয়ে আসছে নতুন সুবিধা। বর্তমানে, ইউটিউবের প্লেব্যাক স্পিড পরিবর্তন করতে হলে উল্লম্ব একটি মেনুতে বিভিন্ন অপশন দেখা যায়, যেখানে গতি ০.২৫ থেকে ২ গুণ পর্যন্ত পরিবর্তন করা যায়। কিন্তু নতুন ডিজাইনে প্লেব্যাক কন্ট্রোলটি থাকবে স্ক্রিনের নিচের দিকে, যেখানে পাঁচটি প্রিসেট স্পিড অপশন দেখা যাবে ০.২৫, ১.০ (সাধারণ), ১.২৫, ১.৫ এবং ২ গুণ। এছাড়া নতুন এই ডিজাইনে যোগ করা হয়েছে একটি স্লাইডার। স্লাইডারটি সামনে-পেছনে সরিয়ে অথবা ‘প্লাস’ ও ‘মাইনাস’ বোতামে ক্লিক করে সহজেই গতি পরিবর্তন করা যাবে। স্লাইডারটি ব্যবহার করে গতি বাড়াতে বা কমাতে পারবেন ০.৫ গুণ করে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও কাস্টমাইজড করবে।

 

 

ড্রিম স্ক্রিনে আসছে ‘ভিও’

গত বছরই ঘোষণা করা হয়েছিলো ড্রিম স্ক্রিনের। এটি ব্যবহার করে ইউটিউব শর্টসে ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়। এই ফিচারটিতে এবার যুক্ত হতে চলেছে গুগল ডিপমাইন্ড-এর সাম্প্রতিক ভিডিও জেনারেশন মডেল ‘ভিও’ যার কল্যাণে আরও বেশি বাস্তবসম্মত (রিয়েলিস্টিক) ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যাবে শর্টস তৈরি ক্ষেত্রে। এছাড়া প্রথমবারের মতো ড্রিম স্ক্রিনে স্বতন্ত্র ভিডিও ক্লিপও নিয়ে আসবে ভিও।

 

ইন্সপিরেশন ট্যাব এর আপগ্রেড ভার্সন

ইউটিউব স্টুডিও-তে থাকা ইন্সপিরেশন ট্যাবের উন্নত বা আপগ্রেড ভার্সন নিয়ে আসতে যাচ্ছে ইউটিউব। ফিচারটির উন্নত সংস্করণে বিভিন্ন সাজেশন কিউরেট করা এবং সেগুলোকে পুরোপুরি প্রজেক্টে রুপান্তর করা যাবে। একই সাথে ফিচারটি যেসকল আইডিয়া, টাইটেল ও থাম্বনেইলসহ প্রজেক্টের সার্বিক রুপরেখা জেনারেট করে দিবে সেগুলো নির্মাতারা চাইলে তার নিজস্ব স্টাইল অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করতে পারবেন।

 

কমিউনিটিজ

একেবারে নতুন একটি ফিচার এই ‘কমিউনিটিজ’। এটি ডিসকর্ডের মতো একটি স্পেস যেটা কনটেন্ট নির্মাতারা চাইলে নিজেদের চ্যানেল পেজে অ্যাক্টিভেট করে নিতে পারেন। এই স্পেসটিকে ব্যবহার করে নির্মাতারা তাদের অডিয়েন্সের সাথে পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি করতে পারেন। নির্মাতা এবং গ্রাহক উভয়ই ‘কমিউনিটিজ’-এ বিভিন্ন শিল্প ও ছবি পোস্ট করার পাশাপাশি বিভিন্ন আইডিয়া নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন এবং নিজেদের পছন্দের বিষয়ে ও ভিডিও নিয়ে আলোচনাও করতে পারেন।

 

কমিউনিটি হাব

ইউটিউব স্টুডিও অ্যাপের উন্নত বা আপগ্রেডেড স্পেস হলো ‘কমিউনিটি হাব’। এই স্পেসটি ব্যবহার করে নির্মাতারা অনেক সহজে তাদের অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের পছন্দ-অপছন্দের বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি কমেন্টের উত্তর দেয়ার ক্ষেত্রে এআই জেনারেটেড বিভিন্ন সাজেশনও পাবেন নির্মাতারা। ফলে অডিয়েন্সের করা কমেন্টে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখন স্বয়ংক্রিয়ভাবেই জানাতে পারবেন নির্মাতারা।

 

অটো ডাবিং

অটো ডাবিং ফিচার ব্যবহার করে নির্মাতারা তাদের কনটেন্টকে আরও বেশি সংখ্যক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। কনটেন্ট যে ভাষায় তৈরি সেই ভাষার অডিয়েন্সের বাইরেও লাখ লাখ অডিয়েন্সের কাছে কনটেন্ট পৌঁছে দেয়া সম্ভব হবে অটো ডাবিং ফিচারটির কল্যাণে। নির্মাতারা চাইলে তাদের কনটেন্টে ডাবকৃত অডিও ট্র্যাকস যুক্ত করে দিতে পারবেন স্বয়ংক্রিয়ভাবেই।

 

হাইপ

‘লাইক’ বাটনের মতোই একটি নতুন বাটন ‘হাইপ’ নিয়ে আসছে ইউটিউব। কোনো ভিডিও ভালো লাগলে যেমন আমরা লাইক দেই, তেমনি ‘হাইপ’ দেয়ারও অপশন থাকবে। এর মাধ্যমে দর্শক ছোট থেকে মাঝারি পর্যায়ের নির্মাতাদেরকে একটি সাপ্তাহিক লিডারবোর্ডে স্থান করে দিতে পারেন। এই হাইপ লিডারবোর্ডে জায়গা করে নেয়ার মাধ্যমে নির্মাতারা একদিকে যেমন নিজেদের ভালো কাজের স্বীকৃতি পাবেন অন্যদিকে নিজের চ্যানেলে নতুন অডিয়েন্সও যুক্ত করতে পারবেন।

 

ইউটিউব শপিং

ইউটিউব শপিং-এ বর্তমানে ২ লক্ষ ৫০ হাজার নির্মাতা আছেন। ‘ইউটিউব শপিং’ নামের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি এবার আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বাইরে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামেও আসতে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় গতকালই এসেছে ফিচারটি এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামের নির্মাতারাও এটি অ্যাক্সেস করতে পারবেন।

 

গিফটস পাওয়ার্ড বাই জুয়েল

ইউটিউব নির্মাতাদের জন্য উপার্জনের নতুন একটি উপায় হচ্ছে এই ‘গিফটস’ ফিচারটি। ভার্টিক্যাল লাইভে দেখা মিলবে নতুন এই ফিচারটির। এর মাধ্যমে দর্শকরা সহজেই ‘লাইভ’ চলাকালে প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) জানাতে পারবে, লাইভ ভিডিওটি তাদের কতটা ভালো লাগছে তা প্রকাশ করতে পারবে এবং সক্রিয়ভাবে লাইভে অংশও নিতে পারবে।

 

বড় স্ক্রিনে পরিচিতি পাওয়ার সুযোগ নির্মাতাদের সামনে

ইউটিউব নির্মাতারা অচিরেই টেলিভিশনের মতো তাদের কনটেন্টকে বিভিন্ন সিজন ও এপিসোডে (পর্বে) সাজিয়ে প্রকাশ করতে পারবে। ফলে একদিকে যেমন টেলিভিশনের জন্য আরও বেশি উপযোগী হয়ে উঠবে নির্মাতাদের কনটেন্ট অন্যদিকে ইউটিউব চ্যানেলেই দর্শকরা বড় পর্দার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

 

এছাড়া চ্যানেল পেজেও ইউটিউব বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে যাতে করে নির্মাতারা চাইলে একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে তাদের চ্যানেলে। এর ফলে দর্শক চ্যানেলটিতে আসার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া ভিডিও’তে নিমগ্ন হয়ে যাবেন এবং চ্যানেলটি সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!