বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:
উত্তরের বাতিঘর’খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রংপুরের তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে “আর্টিভিজম ফর পিস” শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন দেবদারু সড়কে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে তাদের পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি) প্রকল্পের আওতায় একটি সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে ৩০ জন তরুণ শিল্পীকে নিয়ে সংঘটিত দুই দিনব্যাপী একটি কর্মশালা শেষে প্রদর্শনীটির আয়োজন করা হয়।
কাশফুল ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত দিনব্যাপী চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন ইউএনডিপির পিটিআইবি প্রজেক্ট ডিরেক্টর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা হোসেন বিন আমিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক জনাব প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, পিটিআইবি প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বিন মজিদ প্রমুখসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিত্রশিল্পীদের অঙ্কিত শিল্পকর্ম থেকে নির্বাচিত ৩০টি চিত্র প্রদর্শন করা হয়। শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতির যে সুদীর্ঘ ঐতিহ্য বাংলাদেশের, সেটিকে ধরে রেখে ইতিবাচক পরিবর্তনে মানুষকে অনুপ্রাণিত করাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম “কোলাবোরেটিভ পিস ম্যুরাল” ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়, যারা এই চিত্রকর্মগুলো দেখে অনুপ্রাণিত হন। প্রতিটি চিত্রকর্ম দেখে দর্শনার্থীরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীন বাংলাদেশের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এই প্রদর্শনীটি তাদের জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশের আদর্শকে পুনরুজ্জীবিত করার একটি সুযোগ এনে দিয়েছে।
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অংশগ্রহণকারীদের অভিমত
চিত্র প্রদর্শনীর উদ্বোধনী পর্বে হোসেন বিন আমিন সমাজের ইতিবাচক পরিবর্তন নিশ্চিতে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংশা করে এ ধরনের আয়োজন আরও অধিক সংখ্যায় করার প্রতি গুরুত্বারোপ করেন।
কর্মশালা ও প্রদর্শনীতে অংশ নেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মোহতাশিম হোসেন সিয়াম বলেন, ইউএনডিপি, আইসিটি বিভাগ ও কাশফুলকে ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। এ ধরনের ওয়ার্কশপ আর প্রদর্শনী রংপুরের মানুষকে সচেতন করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করার মনোভাব তৈরিতে সহায়তা করবে। আমরা চাই এ ধরনের আয়োজন আরও করা হোক।
প্রদর্শনীর সমাপনী পর্বে যোগ দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী অনন্য ধরনের এ আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান। এর সঙ্গে সঙ্গে আগামীতে বেরোবিতে ইউএনডিপি এবং আইসিটি বিভাগের এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি।
Leave a Reply