স্পোর্টস ডেস্ক:
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবী জানিয়েছিল হাইব্রিড মডেলে এ টুর্নামেন্ট আয়োজনের।
নানা টালবাহানার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ দাবী মেনে নিতে রাজি হয়েছে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান অবজার্ভার। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে মুখ খুললেন সাবকে পাকিস্তানি বোলার তথা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার। তিনি বলেন, ‘হাইব্রিড মডেল নতুন কিছু নয়। এই মডেলে আগেও খেলা হয়েছে।’
পাকিস্তানের একটি গণমাধ্যমের চ্যানেলে শোয়েব আখতার পিসিবির হাইব্রিড মডেলকে মেনে নেওয়ার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাচ্ছে। আয়োজনের অর্থ পাচ্ছেন। তবে তো ঠিকই আছে। পাকিস্তানের অবস্থান যুক্তিসঙ্গত। পাকিস্তান কেন দৃঢ় অবস্থান বজায় রাখবে না? আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করব। তারা (ভারত) আসতে চাইছে না। ওদের উচিত আমাদের সঙ্গে উচ্চহারে অর্থ ভাগ করে নেওয়া।’
শুধু এটুকু বলেই থামেননি শোয়েব। তিনি বলেন, ‘ভবিষ্যতে ভারতে খেলার ক্ষেত্রে, আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি সবসময়ই বিশ্বাস করি, ভারতে গিয়ে সেখানে তাদের হারিয়ে আসা উচিত। তাদের হোম গ্রাউন্ডেই তাদের হারানো উচিত। তাই হাইব্রিড মডেল নিয়ে কোনও অসুবিধা নেই। এই মডেলে তো ইতিমধ্যেই খেলা হয়েছে।’
পাকিস্তান অবজার্ভারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শেষ পর্যন্ত দুই শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পিসিবি। শর্ত দুইটি হলো, (১) আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং (২) ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচগুলোই আয়োজিত হবে পাকিস্তানে, শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। তবে ভারত যদি ফাইনালে যেতে না পারে তবেই কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। আর ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারলে ম্যাচটি সংযুক্ত আরাব আমিরাতে হবে বলে ধারণা করা হচ্ছে।
গত দেড় দশক ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করে না ভারত। এ দুই দেশের একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় কেবল আইসিসি কিংবা এসিসির ইভেন্টগুলোতেই। এদিকে পিসিবির শর্ত অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে ভবিষ্যতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টগুলোতে খেলতে যাবে না পাকিস্তান। সেই টুর্নামেন্টগুলোও হাইব্রিড মডেলেই আয়োজন করতে হবে যেখানে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
Leave a Reply