মনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক সহস্রাধিক পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম বাবুল আকতার (৩৫)।শুক্রবার তাকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি উলিপুর উপজেলার পার্শ্ববর্তী রৌমারী উপজেলার চর বোয়ালমারী গ্রামে।
জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে বাবুল আকতার (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply