আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌসের সভাপতিত্বে স্বরণ সভায়
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাহমিদুল ইসলাম,ভূরুঙ্গামারী থানা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা বিএনপির অহ্বায়ক কাজি গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন,
প্রেসক্লাবের সভাপতি আনোয়ারু হক,
কাজী নিজাম উদ্দিন, সমন্বয়ক ইয়াকুব রহমান শ্রাবণ, নয়ন মিয়া নাহিদ প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আক্ষাকিত বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন যাতে কেউ নষ্ট করতে না পারে এ জন্য সকল মহলকে সজাক থাকার আহ্ববান জানান।
সভার শুরুতে অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply