অনলাইন ডেস্ক:
আমার ভয় লাগে, এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার (৩০ নভেম্বর) জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের একশ দিন পূর্তি’ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ‘স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ছাত্র, অভিভাবক, ব্যবসায়ী, দিনমজুর প্রত্যেকেই জুলাই আন্দোলনের নায়ক। তারা আমাদেরকে ডাইনির হাত থেকে রক্ষা করেছেন, কি ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করেছেন। আমরা ব্যর্থ হলে আমাদের কি অবস্থা হতো তা যেন আমরা মনে রাখি।”
এসময় তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাঝে মাঝে মনে হয়, যারা সন্তান হারিয়েছে, যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের এতো বড় আত্মত্যাগের ভার আমরা আসলে কতটা বহন করতে পারছি। আমরা তাদের প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করতে পারছি। এজন্য সারাক্ষণ কাজ করার পরও মনে হয় আরও অনেক বড় দায়িত্ব আমাদের, আরও অনেক কিছু করতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, তিউনিসিয়া, সিরিয়া, মিশরসহ বিশ্বে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, কিন্তু তারা সেটা রক্ষা করতে পারেনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে সারাদেশে রক্ষীবাহিনী গঠন করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করে হাজার-হাজার মানুষকে হত্যা করে। দেশে তখন দূর্ভিক্ষ হয়েছে। এজন্য মাঝে মাঝে মনে হয়, আমাদের অনেক বড় দায়িত্ব।
কিছু মানুষ ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, “আমাদের কাজের সমালোচনা করুন কিন্তু যখন মিথ্যা, আজগুবি, ভিত্তিহীন তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্রহনন করা হয় তখন মনে হয় সমালোচনা আসলে অসৎ উদ্দেশ্যে করা। এ সরকারকে শক্তিহীন করা, আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়ে এগুলো করা হয়। তখন মনে হয়, এ দেশকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশের যে স্ক্রিপ্ট রয়েছে যেমন- শেখ হাসিনা চলে গেলে দেশ কেউ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোন বিকল্প নেই- এমন ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার চেষ্টা করছে কিছু মানুষ।”
এসময় তিনি গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply