আতিকুর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ট্রাকের ধাক্কায় সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সোলায়মান আলী নিহত হয়েছেন। আজ ৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৭:৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের সামনের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে পাথর বোঝাই একটি ট্রাক নাগেশ্বরী এলাকায় প্রবেশের সময় সোলায়মান আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত সোলায়মান আলী নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় আদর্শ লাইব্রেরির মালিক ছিলেন।
তার মৃত্যুতে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে উপস্থিত জনাব মো. ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয় এবং মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’
Leave a Reply