বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর পুনরায় শুরু হলো আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ এর নামে অনুষ্ঠিত হবে এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।
শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২নং কেন্দ্রীয় ফূটবল মাঠে বেলা আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে টুর্নামেন্টটি।
অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রী দুই দলেরই অংশগ্রহণে মোট ৩১ টি দল অংশগ্রহণ করবে। ছেলেদের খেলায় বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ ও মেয়েদের মোট ৭ টি বিভাগ অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়েই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ্য জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো।
এছাড়াও উপাচার্য আরোও বলেন, “খেলাধুলার জন্য ক্রিড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।”
টুর্নামেন্টটির উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের পিতা মোঃ মকবুল হোসেন । শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক প্রমুখ বক্তৃতা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়ারদেরকে শপথ বাক্য পাঠ করান।
আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বাংলা এবং ইতিহাস বিভাগের ছাত্রীদের মধ্যকার ম্যাচে গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে বাংলা বিভাগকে হারায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। দিনের দ্বিতীয় ম্যাচে ছেলেদের ফুটবলে অর্থনীতি বিভাগকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেন রসায়ন বিভাগ।
উল্লেখ্য, ২০১২ সালে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে হট্টগোল ও মারামারির দায়ে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এরপর দীর্ঘ ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো আন্তঃবিভাগীয় টুর্নামেন্টেরই আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Leave a Reply