ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন কৃষক দলের বহুল প্রত্যাশিত নতুন কমিটি গঠিত হয়েছে। শহিদুর রহমানকে সভাপতি এবং মোঃ শাহজাহানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যের এ কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সুরমান আলী এবং সদস্য সচিব আবু সাঈদ (কাশেম)।
নবগঠিত কমিটির সভাপতি শহিদুর রহমান বলেন, “এই দায়িত্ব কেবল সম্মানের নয়, বরং একটি চ্যালেঞ্জ। আমরা কৃষকদের অধিকার আদায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য একযোগে কাজ করব।”
সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান নতুন কমিটির উদ্দেশ্য তুলে ধরে বলেন, “কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
রাজিবপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সুরমান আলী নতুন কমিটির প্রতি তার আস্থা প্রকাশ করে বলেন, “এই কমিটি সংগঠনের ঐতিহ্যকে ধারণ করে নতুন দৃষ্টিভঙ্গিতে কাজ করবে। এটি কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।”
স্থানীয় কৃষক ও নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি তাদের সমর্থন জানিয়ে বলেন, “নতুন কমিটির মাধ্যমে মোহনগঞ্জ ইউনিয়ন কৃষক দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।”
দীর্ঘদিনের সাংগঠনিক শূন্যতা পূরণের মাধ্যমে গঠিত এই কমিটি কৃষক সমাজে নতুন আশার আলো জাগিয়েছে। এখন অপেক্ষা, প্রতিশ্রুতি বাস্তবায়নের।
Leave a Reply