মনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি:
সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে এবার কুড়িগ্রাম জেলায় ২৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের ১৪তম আহ্বায়ক কমিটি।
আজ শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলার কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে। তাঁদের মধ্যে প্রথম তিনজন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। মুখপাত্র জান্নাতুল কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে।
Leave a Reply